Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৫

অনুবিভাগ পরিচতি

প্রশাসন অনুবিভাগ

উল্লেখযোগ্য কর্মকান্ডসমূহ

  • অধিদপ্তরাধীন সকল বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ, বদলী, পদোন্নতি, আর্থিক ও শৃংঙ্খলাজনিত কর্মকান্ড। বাজেট বরাদ্দ, আভ্যন্তরিণ প্রশিক্ষণ ও জনপ্রশাসন বিষয়ক কার্যাদি।
  • মন্ত্রণালয়ে প্রেরণযোগ্য সকল মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ও বিশেষ প্রতিবেদন এবং তথ্যাদি প্রস্তুত।
  • সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর  প্রস্তুত।
  • দুর্যোগ বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন।
 
 

পরিকল্পনা ওউন্নয়ন অনুবিভাগ

  • দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম গ্রহণ , পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন করা
  • উন্নয়ন পরিকল্পনায় দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ লাঘবের কর্মসূচি অন্তর্ভূক্তির জন্য অগ্রাধিকার নির্ণয় ও নীতিমালা প্রণয়ন করা ও চাহিদা মোতাবেক মন্ত্রণালয়ের খসড়া নীতিমালার উপর মতামত প্রদান
  • দুর্যোগ মোকাবেলায় বর্তমান নীতি, পদ্ধতি পরীক্ষা ও সংশোধনের উদ্দেশ্যে প্রস্তাব ও সুপারিশ প্রণয়ন করা
  • দুর্যোগ মোকাবেলা/লাঘবের উদ্দেশ্যে সম্পদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা ও সহযোগিতা প্রদান করা
  • জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর সঙ্গে যোগাযোগ করা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম সুসমন্বিত করা

 

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)

  •  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো  নির্মাণ /পুননির্মাণ
  • স্বাভাবিক অবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই কর্মসূচীর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন
  • গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি
  • গ্রামীণ দরিদ্র জনগনের আয় বৃদ্ধি
  •  দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি
  • গ্রামীণ এলাকায় খাদ্যশস্য সরবরাহ ও খাদ্য নিরাপত্তা  বিধানে সহায়তা করা

 

ত্রাণ অনুবিভাগ

  • বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কবলিত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে খাদ্য সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিবাসী/আগত অতিথিদের আহার্য বাবদ খাদ্য সহায়তা প্রদান।
  • দুর্যোগে কবলিত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে খয়রাতি নগদ সাহায্য  প্রদানসহ দুর্যোগকালীন সময়ে শুকনো খাবার ক্রয় করে বিতরণ।
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় জনগণ/ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পিপিআর এবং ক্রয় সংক্রান্ত সকল সরকারী বিধি অনুসরণ করে ঢেউটিন ক্রয় এবং জেলায় জেলায় থোক বরাদ্দ প্রদান।
  • দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবার এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয়/ সামাজিক/শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩,০০০/- টাকা হারে বিতরণের জন্য গৃহবাবদ মঞ্জুরীর অর্থ বরাদ্দ প্রদান।
  • শীতপ্রবণ জেলাসমূহে শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য পিপিআর এবং ক্রয় সংক্রান্ত সকল সরকারী বিধি অনুসরণ করে কম্বল ক্রয় এবং তা জেলায় জেলায় সরবরাহ প্রদান। 
  • ত্রাণ সামগ্রীর হ্যান্ডলিং এবং পরিবহন ব্যয় বাবদ জেলা প্রশাসকগণের চাহিদা ভিত্তিতে অর্থ বরাদ্দ প্রদান এবং এ অধিদপ্তর কর্তৃক দরপত্র আহবান প্রক্রিয়ায় নিয়োগকৃত সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন ঠিকাদারের বিল পরিশোধ।
  • উপকূলীয় জেলা সমূহে দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনায় নৌযান মেরামত ও জ্বালানী খাতে অর্থ বরাদ্দ।
  • দেশের ৩৮ জেলায় মোহাজের পুনর্বাসনের জন্য এলএ কেসের মাধ্যমে ১৯৫১-৫৫ সনে অধিগ্রহণকৃত ৩৪,০০০ একর জমির তথ্য সংরক্ষণ।
  • দেশের ৩৮ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত জমির ভূমি উন্নয়ন কর বাবদ জেলা প্রশাসকগণের চাহিদার ভিত্তিতে  প্রতিবছর জেলা প্রশাসকদের অনুকূলে ভূমি উন্নয়ন কর এর অর্থ বরাদ্দ প্রদান।
  • দেশের ০৬টি জেলার ১৪টি অবাংগালী (বিহারী) ক্যাম্পে বসবাসরত পরিবারদের মধ্যে (ক) পিডিবি, (খ) ডেসকো, (গ) ডিপিডিসি এবং (ঘ) কেসিজে লিঃ কর্তৃক সরবরাহকৃত বিদ্যুৎ বিল পরিশোধ।
  •  ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে অবস্থানরত অবাংগালী (বিহারী) ক্যাম্পে বসবাসরত অবাংগালীদের পরিবারের পানি ও পয়ঃ বিল পরিশোধ।

 

পরিবীক্ষণ ও মূল্যায়ন অনুবিভাগ

 

  •  ফলপ্রসু ও কার্যকর তদারকির লক্ষ্যে মাঠ পর্যায়ে অফিস পরিদর্শন/ তথ্যাদি/ উপাত্ত/ রিপোর্ট রির্টান  কার্যক্রম গ্রহণ
  • কর্মসূচির প্রাক-জরিপ, পরিবীক্ষণ, কর্মোত্তর জরিপ যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ
  • বাস্তবায়িত প্রকল্পসমূহের অব্যয়িত খাদ্যশস্যের মূল্য আদায় সংক্রান্ত কার্যাবলী
  •  SOS ও D-Form এর উপর কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ প্রদান
 

পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা

 

  • অধিদপ্তরের জন্য উপযুক্ত কম্পিউটার সিষ্টেম গড়ে তোলা, রক্ষনাবেক্ষণ করা ও কম্পিউটার সেবা প্রদান করা
  • একটি উপর্যুক্ত ভৌগলিক তথ্য ব্যবস্হা গড়ে তোলা  (Geographical Information System) ও সংরক্ষণ করা
  • দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তথ্য কেন্দ্র গড়ে তোলা
  • জেলা/উপজেলা পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি Infrastructure গড়ে তোলা;
  • দুর্যোগের আগাম সতর্ক বার্তা IVR, SMS, Voice Call এর মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা
  • তথ্য ব্যবস্হাপনার উপর দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মকর্তা এবং তথ্য সরবরাহকারীদের প্রশিক্ষণের ব্যবস্হা করা
  • অধিদপ্তরের ওয়েব সাইট রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা;

 

প্রশিক্ষণ ও গবেষণা

 

  • দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য এবটি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ও গবেষনা সংস্থা সৃষ্টি করা
  • দুর্যোগর ঝুকিঁ হ্রাসের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Empirical গবেষনার আয়োজন করা
  • দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশে ও বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম
  • জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান
  • সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান
  • GO, NGO এর জন্য Harmonized Training Module  তৈরি
  •  স্কুল ও কলেজের পাঠ্যসূচিতে দুর্যোগ বিষয়ক বিষয়াদি সংযোজন

ভিজিএফ

  • বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা মোতাবেক জেলা প্রশাসকগনের চাহিদার ভিত্তিতে খাদ্যশস্য বরাদ্দ প্রদান।
  • ঈদ-উল-ফিতর ও  ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  ৬৪ টি জেলা এবং ৩১৪ টি পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ।
  • মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন  প্রকল্পের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বরাদ্দ।
  • কাপ্তাই লেক/ চট্টগ্রাম/টাংগুয়ার  হাওর সহ ১৬টি জেলায় জাটকা আহরণ থেকে বিরত রাখার জ্ন্য  জেলে পরিবারদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বরাদ্দ।
  • দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসুচি এবং সাময়িক বেকারত্ব মোচন তহবিল কর্মসুচির বিতরণকৃত ঋণের টাকা আদায়ের হিসাব সংরক্ষণ করা হয়।