Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৪

মাননীয় প্রতিমন্ত্রী

মোঃ মহিববুর রহমান এমপি

জনাব মোঃ মহিববুর রহমান ১১ জানুয়ারী, ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (MoDMR) প্রতিমন্ত্রী হিসাবে তার কার্যকাল শুরু করেন।

এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে প্রথমবারের মতো পটুয়াখালী-04 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ০৭ জানুয়ারী, ২০২৪-এ অনুষ্ঠিত ১২তম সংসদের সাধারণ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হন।

কয়েক দশক ধরে তার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে জনাব মোঃ মহিববুর রহমান পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

রাজনীতিবিদ ছাড়াও তিনি আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, ধুলাসার, কলাপাড়া, পটুয়াখালীর অধ্যক্ষ ছিলেন। তার স্ত্রী মিসেস ফাতেমা আক্তার বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনাব মোঃ মহিব্বুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমাজবিজ্ঞানে বিএসএস) সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (সমাজবিজ্ঞানে এমএসএস) সম্পন্ন করেন।

তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ জালাল উদ্দিন আহমেদ এবং মাতা মুসাম্মৎ সাহিদা বেগম।

জনাব মোঃ মহিববুর রহমান দুই ছেলের গর্বিত পিতা ।