Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০২২

মানবিক সহায়তা কার্যক্রম

মানবিক সহায়তা কর্মসূচির কর্মকান্ডসমূহ

 

* বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন নির্দেশিকার আলোকে বিতরণের জন্য দেশের সকল জেলার জেলা প্রশাসক বরাবর জিআর চাল এবং টাকার থোক বরাদ্দ প্রদান। 

*  দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন   নির্দেশিকা’র  আলোকে গৃহ নির্মাণ/পুনঃ নির্মাণের জন্য বিনামূল্যে ঢেউটিন বরাদ্দ প্রদান করে প্রতি বান্ডিল ঢেউটিনের   সাথে ৩,০০০/- হারে গৃহবাবদ মঞ্জুরীর অর্থ প্রদান।

* মোহাজের পুনর্বাসনের জন্য দেশের ৩৮ জেলায় জমি এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণকৃত ৪০,৫১১ একর জমির তথ্য জেলা হতে সংগ্রহ, এ অধিদপ্তরে সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণ। 

* দেশের ০৬টি জেলার ১৪টি অবাংগালী (বিহারী) ক্যাম্পে বসবাসরত আটকেপড়া পাকিস্তানগামী অবাংগালীদের পরিবারে (ক) পিডিবি, (খ) ডেসকো, (গ) ডিপিডিসি এবং (ঘ) কেসিজে লিঃ সংস্থা কর্তৃক সরবরাহকৃত বিদ্যুৎ বিল সংগ্রহ এবং পরিশোধ


* কম্বল ও ঢেউটিন ক্রয় বাবদ অর্থ দ্বারা দরপত্র আহবানের মাধ্যমে বিধি মোতাবেক কম্বল ও ঢেউটিন ক্রয় করে তা মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন নির্দেশিকা’র আলোকে বিতরণের জন্য জেলায় জেলা প্রশাসকের অনুকূলে কম্বল ও ঢেউটিন বরাদ্দ প্রদান।

 

মানবিক সহায়তা বরাদ্দ আদেশগুলো দেখতে ক্লিক করুন