Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৫

অনুবিভাগ পরিচতি

প্রশাসন অনুবিভাগ

উল্লেখযোগ্য কর্মকান্ডসমূহ

  • অধিদপ্তরাধীন সকল বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ, বদলী, পদোন্নতি, আর্থিক ও শৃংঙ্খলাজনিত কর্মকান্ড। বাজেট বরাদ্দ, আভ্যন্তরিণ প্রশিক্ষণ ও জনপ্রশাসন বিষয়ক কার্যাদি।
  • মন্ত্রণালয়ে প্রেরণযোগ্য সকল মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক ও বিশেষ প্রতিবেদন এবং তথ্যাদি প্রস্তুত।
  • সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর  প্রস্তুত।
  • দুর্যোগ বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন।
 
 

পরিকল্পনা ওউন্নয়ন অনুবিভাগ

  • দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম গ্রহণ , পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন করা
  • উন্নয়ন পরিকল্পনায় দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ লাঘবের কর্মসূচি অন্তর্ভূক্তির জন্য অগ্রাধিকার নির্ণয় ও নীতিমালা প্রণয়ন করা ও চাহিদা মোতাবেক মন্ত্রণালয়ের খসড়া নীতিমালার উপর মতামত প্রদান
  • দুর্যোগ মোকাবেলায় বর্তমান নীতি, পদ্ধতি পরীক্ষা ও সংশোধনের উদ্দেশ্যে প্রস্তাব ও সুপারিশ প্রণয়ন করা
  • দুর্যোগ মোকাবেলা/লাঘবের উদ্দেশ্যে সম্পদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা ও সহযোগিতা প্রদান করা
  • জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর সঙ্গে যোগাযোগ করা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম সুসমন্বিত করা

 

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)

  •  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো  নির্মাণ /পুননির্মাণ
  • স্বাভাবিক অবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই কর্মসূচীর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন
  • গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি
  • গ্রামীণ দরিদ্র জনগনের আয় বৃদ্ধি
  •  দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি
  • গ্রামীণ এলাকায় খাদ্যশস্য সরবরাহ ও খাদ্য নিরাপত্তা  বিধানে সহায়তা করা

 

ত্রাণ অনুবিভাগ

  • বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কবলিত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে খাদ্য সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিবাসী/আগত অতিথিদের আহার্য বাবদ খাদ্য সহায়তা প্রদান।
  • দুর্যোগে কবলিত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে খয়রাতি নগদ সাহায্য  প্রদানসহ দুর্যোগকালীন সময়ে শুকনো খাবার ক্রয় করে বিতরণ।
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় জনগণ/ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পিপিআর এবং ক্রয় সংক্রান্ত সকল সরকারী বিধি অনুসরণ করে ঢেউটিন ক্রয় এবং জেলায় জেলায় থোক বরাদ্দ প্রদান।
  • দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবার এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয়/ সামাজিক/শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩,০০০/- টাকা হারে বিতরণের জন্য গৃহবাবদ মঞ্জুরীর অর্থ বরাদ্দ প্রদান।
  • শীতপ্রবণ জেলাসমূহে শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য পিপিআর এবং ক্রয় সংক্রান্ত সকল সরকারী বিধি অনুসরণ করে কম্বল ক্রয় এবং তা জেলায় জেলায় সরবরাহ প্রদান। 
  • ত্রাণ সামগ্রীর হ্যান্ডলিং এবং পরিবহন ব্যয় বাবদ জেলা প্রশাসকগণের চাহিদা ভিত্তিতে অর্থ বরাদ্দ প্রদান এবং এ অধিদপ্তর কর্তৃক দরপত্র আহবান প্রক্রিয়ায় নিয়োগকৃত সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন ঠিকাদারের বিল পরিশোধ।
  • উপকূলীয় জেলা সমূহে দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনায় নৌযান মেরামত ও জ্বালানী খাতে অর্থ বরাদ্দ।
  • দেশের ৩৮ জেলায় মোহাজের পুনর্বাসনের জন্য এলএ কেসের মাধ্যমে ১৯৫১-৫৫ সনে অধিগ্রহণকৃত ৩৪,০০০ একর জমির তথ্য সংরক্ষণ।
  • দেশের ৩৮ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত জমির ভূমি উন্নয়ন কর বাবদ জেলা প্রশাসকগণের চাহিদার ভিত্তিতে  প্রতিবছর জেলা প্রশাসকদের অনুকূলে ভূমি উন্নয়ন কর এর অর্থ বরাদ্দ প্রদান।
  • দেশের ০৬টি জেলার ১৪টি অবাংগালী (বিহারী) ক্যাম্পে বসবাসরত পরিবারদের মধ্যে (ক) পিডিবি, (খ) ডেসকো, (গ) ডিপিডিসি এবং (ঘ) কেসিজে লিঃ কর্তৃক সরবরাহকৃত বিদ্যুৎ বিল পরিশোধ।
  •  ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে অবস্থানরত অবাংগালী (বিহারী) ক্যাম্পে বসবাসরত অবাংগালীদের পরিবারের পানি ও পয়ঃ বিল পরিশোধ।

 

পরিবীক্ষণ ও মূল্যায়ন অনুবিভাগ

 

  •  ফলপ্রসু ও কার্যকর তদারকির লক্ষ্যে মাঠ পর্যায়ে অফিস পরিদর্শন/ তথ্যাদি/ উপাত্ত/ রিপোর্ট রির্টান  কার্যক্রম গ্রহণ
  • কর্মসূচির প্রাক-জরিপ, পরিবীক্ষণ, কর্মোত্তর জরিপ যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ
  • বাস্তবায়িত প্রকল্পসমূহের অব্যয়িত খাদ্যশস্যের মূল্য আদায় সংক্রান্ত কার্যাবলী
  •  SOS ও D-Form এর উপর কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ প্রদান
 

পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা

 

  • অধিদপ্তরের জন্য উপযুক্ত কম্পিউটার সিষ্টেম গড়ে তোলা, রক্ষনাবেক্ষণ করা ও কম্পিউটার সেবা প্রদান করা
  • একটি উপর্যুক্ত ভৌগলিক তথ্য ব্যবস্হা গড়ে তোলা  (Geographical Information System) ও সংরক্ষণ করা
  • দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তথ্য কেন্দ্র গড়ে তোলা
  • জেলা/উপজেলা পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি Infrastructure গড়ে তোলা;
  • দুর্যোগের আগাম সতর্ক বার্তা IVR, SMS, Voice Call এর মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা
  • তথ্য ব্যবস্হাপনার উপর দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের কর্মকর্তা এবং তথ্য সরবরাহকারীদের প্রশিক্ষণের ব্যবস্হা করা
  • অধিদপ্তরের ওয়েব সাইট রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা;

 

প্রশিক্ষণ ও গবেষণা

 

  • দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য এবটি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ও গবেষনা সংস্থা সৃষ্টি করা
  • দুর্যোগর ঝুকিঁ হ্রাসের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Empirical গবেষনার আয়োজন করা
  • দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশে ও বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম
  • জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান
  • সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান
  • GO, NGO এর জন্য Harmonized Training Module  তৈরি
  •  স্কুল ও কলেজের পাঠ্যসূচিতে দুর্যোগ বিষয়ক বিষয়াদি সংযোজন

ভিজিএফ

  • বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা মোতাবেক জেলা প্রশাসকগনের চাহিদার ভিত্তিতে খাদ্যশস্য বরাদ্দ প্রদান।
  • ঈদ-উল-ফিতর ও  ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  ৬৪ টি জেলা এবং ৩১৪ টি পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ।
  • মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন  প্রকল্পের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বরাদ্দ।
  • কাপ্তাই লেক/ চট্টগ্রাম/টাংগুয়ার  হাওর সহ ১৬টি জেলায় জাটকা আহরণ থেকে বিরত রাখার জ্ন্য  জেলে পরিবারদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বরাদ্দ।
  • দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসুচি এবং সাময়িক বেকারত্ব মোচন তহবিল কর্মসুচির বিতরণকৃত ঋণের টাকা আদায়ের হিসাব সংরক্ষণ করা হয়।

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon